করোনা: বুলগেরিয়ায় চিকিৎসা সরঞ্জাম না থাকায় ডাক্তারদের পদত্যাগ

|

করোনা ভাইরাস প্রতিরোধক পোষাক এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায়; বুলগেরিয়ায় পদত্যাগ করলেন ৮৪ জন ডাক্তার ও নার্স।

রাজধানীর সেইন্ট সোফিয়া এবং সিটি হসপিটালকে কোভিড নাইনটিন আক্রান্ত রোগীদের চিকিৎসার দায়িত্ব দেয়া হলে, আসে গণ-পদত্যাগের ঘোষণা। মাত্র একদিন আগেই, দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। পদত্যাগ করা চিকিৎসাকর্মীরা জানান, ছোঁয়াচে ভাইরাসটির বিস্তার রোধে প্রস্তুত নয় বুলগেরিয়া। তারওপর, দেশটির হাসপাতালগুলোয় নেই পর্যাপ্ত স্যানিটাইজেশন ব্যবস্থা, চিকিৎসাকর্মীদের জন্য সুরক্ষিত পোশাক ও সরঞ্জাম। কি উপায়ে রোগীদের সেবা দেয়া হবে- সে বিষয়টিও অস্পষ্ট। গেলো সপ্তাহেও, একই ইস্যুতে পদত্যাগ করেন দেশটির ৬ চিকিৎসক। বুলগেরিয়া করোনাভাইরাসে প্রাণ গেছে কমপক্ষে দু’জনের; আক্রান্ত ৯২।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply