করোনাভাইরাস প্রতিষেধকের প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমোদন দিলো চীন। উহানের সামরিক চিকিৎসাবিজ্ঞান অ্যাকাডেমিতে প্রস্তুতকৃত এই প্রতিষেধক প্রয়োগ শুরু হতে পারে সোমবার।
প্রতিষেধকটি ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণ, এর কার্যকারিতা রক্ষা এবং বাণিজ্যিক পরিসরে উৎপাদনের প্রস্তুতিও নেয়া হয়েছে। জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে সোমবার মানবদেহে প্রথমবারের মতো কোভিড নাইনটিনের পরীক্ষামূলক টিকা প্রয়োগ শুরু হয় যুক্তরাষ্ট্রে।
এদিকে, সাড়ে তিন মাসে প্রথমবার, ২৪ ঘণ্টায় চীনা ভূখণ্ডের ভেতরে ছোঁয়াচে কোভিড নাইনটিন একজন ব্যক্তির দেহেও সংক্রমিত হয়নি। বৃহস্পতিবার এ দাবি করে দেশটির স্বাস্থ্য কমিশন।
বলে, নতুন করে ৩৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হলেও, প্রত্যেকেই সংক্রমিত হয়েছে দেশের বাইরে থাকা অবস্থায়। দিনের হিসেবে গেল দু’সপ্তাহের মধ্যে চীনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এছাড়া মারা গেছেন আটজন।
Leave a reply