কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সৃজিত মুখার্জি। ‘কাকাবাবু’ সিরিজের নতুন ছবির শুটিং শেষে ১৯ মার্চ সকালে আফ্রিকা থেকে দেশে ফিরেই এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।
তবে ভারতের ‘এইসময়’ জানায়, দেশে ফিরেই আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সৃজিত। তবে ভাইরাস ধরা পড়ার আগেই কেন আইসোলেশনে যাবেন তিনি সে বিষয়ে পরিষ্কার করেনি গণমাধ্যমটি।
কারন সৃজিত জানিয়েছেন ভিন্ন কথা। তিনি জানান, করোনাভাইরাস থেকে সাবধানতার জন্যে তার সিনেমার টিম আগামী ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন। সেখানে তিনি আইসোলেশনের কথা উল্লেখ করেননি।
এদিকে নন্দিত এই নির্মাতার আইসোলেশনে যাওয়ার খবর প্রকাশ হওয়ায় চমকে গেছেন অনেকেই। কারণ করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে রাখা হয়। তবে কি সৃজিত করোনায় আক্রান্ত?
Leave a reply