৪’শ শিক্ষার্থী নিয়ে বন ভোজন, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন প্রধান শিক্ষক

|

সরকারি নির্দেশ অমান্য করে বার্ষিক বন ভোজনের আয়োজন করায় আটক রাজশাহীর শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরাঞ্জন প্রামাণিক লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত তাকে বিদ্যালয় থেকে আটক ও ভোজন আয়োজন বন্ধ করে।

শিক্ষার্থীরা জানান, ভর্তির সময় বার্ষিক ভোজনের জন্য তাদের প্রত্যেকের থেকে সাড়ে ৩০০ টাকা করে চাঁদা নেওয়া হয়েছিল। তার অংশ হিসেবে এই আয়োজন।

ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, স্কুল বন্ধের পর ৪ শতাধিক শিক্ষার্থী নিয়ে বার্ষিক ভোজন রীতিমত সরকারী নির্দেশনা অমান্য। সার্বিক বিষয় বিবেচনায় মুচলেকা নিয়ে প্রধান শিক্ষককে ছাড়া হয়েছে।

এদিকে নগরীতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply