করোনাভাইরাসের আতঙ্ক থাকলেও আসন্ন তিন আসনের উপ-নির্বাচন স্থগিত হচ্ছে না। আগামী ২১ মার্চই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে ওইদিন নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জানান, ভোটকেন্দ্রগুলোতে স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। চট্টগ্রাম সিটি নির্বাচনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু নির্বাচনের কারণে প্রার্থীরা জনসংযোগ করছেন। এ কারণে নির্বাচনের বন্ধের দাবি উঠেছিলো বিভিন্ন মহল থেকে।
Leave a reply