করোনাভাইরাসের কারণে প্রথমবারের মতো দেশের কোনো স্থানের লোকজনের চলাফেরার ওপর সুস্পষ্ট বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচরে আজ সন্ধ্যা সাতটা থেকে ‘লকডাউন’ থাকবে। এসময় বন্ধু থাকবে সবকিছু। শুধু খোলা থাকবে ফার্মেসি, মুদিদোকান আর কাঁচাবাজার।
বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলা পরিষদে জরুরি বৈঠকে বসেন ইউএনও, উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়রসহ প্রশাসনের কর্মকর্তা-রাজনৈতিক নেতৃবৃন্দ। সকলের মতামতের ভিত্তিতে সন্ধ্যা থেকেই বিধিনিষেধ আরোপের বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রশাসন জানিয়েছে, উপজেলায় কোনো ধরনের জনসমাগম করা যাবে না। এছাড়া, গণপরিবহন চলাচলও বন্ধ থাকবে। প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে শিবচর করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকায় এ সিদ্ধান্ত নিলো স্থানীয় প্রশাসন।
এর আগে, বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ঝুঁঁকিপূর্ণ এলাকাসমূহ লকডাউন করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক।
Leave a reply