নারায়ণগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাস মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জ শহরে মহড়া দিয়েছে র্যাব।
বৃহস্পতিবার রাত ৮টায় শহরের চাষাঢ়া চত্বর থেকে র্যাব- ১১ ব্যাটেলিয়নের ৪ প্লাটুনের একটি দল মাঠে নামে। এ সময় নগরীর প্রধান সড়কের বিভিন্ন পয়েন্টে গণজমায়েত না করতে মাইকিং করে সবাইকে সতর্ক করে দেয়া হয়।
একইসাথে পাবলিক প্লেসগুলোতে যাতে জনসমাগম না ঘটে সেজন্য জনসচেনতা বৃদ্ধি করতে ফুটপাতের হকার ও বিভিন্ন শপিং মলের দোকানপাটে গিয়ে দিক নির্দেশনা দেয়া হয়। করোনাভাইরাস নিয়ে আতংকিত না হতে জনসাধারণের প্রতি আহবানও জানায় র্যাব।
এদিকে করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত র্যাবের এই জনসচেতনামূলক কার্যক্রম চলমান থাকবে বলে জানান র্যাব-১১ সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন।
Leave a reply