মুসলিম ছেলের সঙ্গে দেখা করায় দুই ছাত্রী লাঞ্ছিত

|

ভারতের দক্ষিণের শহর ম্যাঙ্গালুরুতে দুই মুসলিম ছেলের সাথে দেখা করায় লাঞ্ছনার শিকার হয়েছেন দুই স্কুল ছাত্রী।

একই মাধ্যমিক বিদ্যালয়ের এ চার শিক্ষার্থী শহরের একটি থিম পার্কে দেখা করতে গিয়েছিল।

লাঞ্ছনার ঘটনাটি ইতিমধ্যে ভিডিও আকারে অনলাইনে ছড়িয়েছে। এতে জনমনে তথাকথিত ‘নৈতিক পুলিশিং’-এর বিপক্ষে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, লাঞ্ছনাকারী তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি ডানপন্থী দলের সদস্য। পার্কে আসা লোকজন শিক্ষার্থীদেরকে দেখে ডানপন্থী দলের সদস্যদের খবর দেয়।

ভিডিওতে দেখা যায়, ওই লোকগুলো শিক্ষার্থীদের পেটাচ্ছে, আর চিৎকার করে তাদের অভিভাবকদের পার্কে আসার জন্য বলছে।

ভারতে ‘নৈতিক পুলিশিং’-এর নামে একশ্রেণির ডানপন্থী দল মানুষের দৈনন্দিন চলাফেরা ও কাজ-কর্ম তদারক করে থাকে, এবং ২০০৯ সাল থেকেই ম্যাঙ্গালুরু শহরে এটি নিত্য দিনের ঘটনা।

‘নৈতিক পুলিশিং’-এর নামে তারা মেয়েদের পানশালায় যেতে বাধা দেওয়া, হিন্দু সহকর্মীদেরকে কথা বলায় মুসমানদের পেটানো, এবং শিক্ষার্থীদের ঘরোয়া পার্টিতেও আক্রমনসহ নানাবিধ ‘শৃঙ্খলা’ রক্ষার দায়িত্ব নিজেরাই নিজেদের মতো করে পালন করছে।

যমুনা অনলাইন: এফএইচ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply