গাজীপুরের টঙ্গীর গাজীবাড়ি এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত ৮ জনের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত বুধবার থেকে উভয় গ্রুপে রামদা, চাপাতি, লোহার রড ও লাঠি-সোটা নিয়ে এলাকায় পাল্টাপাল্টি অস্ত্রের মহড়া দেয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীরা জানায়, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে ইয়াবা ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার মাদক ব্যবসায়ীর দু‘পক্ষের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে একদল সন্ত্রাসী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় ৮ জন। তাদের প্রথমে টঙ্গী হাসপাতালে নিয়ে আসার পর এদের মধ্যে চারজনকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে, একই সময়ে টঙ্গীর নামার বাজার বস্তিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দু‘গ্রুপের সংর্ঘষ হয়। সংর্ঘষে ৬ জনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। তাদের স্থানীয় টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় টঙ্গী থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানায়, দুটি ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a reply