বান্ধবীসহ করোনায় আক্রান্ত দিবালা

|

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা করোনায় আক্রান্ত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করে টুইট করেছেন দিবালা। শুধু তিনি নন তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে দুইজনই আইসোলেশনে আছেন।

টুইটে দিবালা জানান, ‘হ্যালো সবাই, আমি আপনাদের জানাতে চাই যে, আমরা কোভিড-১৯ এর পরীক্ষার ফল হাতে পেয়েছি এবং আমার ও ওরিয়ানা দুজনেরই পজিটিভ ফল এসেছে। সৌভাগ্যক্রমে আমাদের অবস্থা এখন ভালো। আপনাদের বার্তার জন্য ধন্যবাদ।’

দিবালার করোনায় আক্রান্তের খবরের সত্যতা স্বীকার করেছে তার ক্লাব য়্যুভেন্তাসও। তারা জানিয়েছে, দিবালাকে সবধরনের সহায়তা করছেন তারা।

উল্লেখ্য, এর আগেও দিবালা করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর বের হয়। সেসময় এই ফুটবল তারকা তা অস্বীকার করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply