ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি করোনায় আক্রান্ত

|

ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ও এসি মিলান ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি
করোনায় আক্রান্ত হয়েছেন। এবং তাঁর ছেলে দানিয়েল মালদিনিও করোনাভাইরাসে আক্রান্ত।

এসি মিলান ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, “পাওলো মালদিনি জানতে পেরেছেন যে, সম্প্রতি করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এই ভাইরাসের সংক্রমণ হলে যে লক্ষণগুলো দেখা যায়, তা তাঁর মধ্যে ফুটে উঠেছিল। টেস্টে তাঁর পজিটিভ রিপোর্টও এসেছে। একই অবস্থা তাঁর ছেলে ড্যানিয়েলেরও। পাওলো ও ড্যানিয়েল এখন ভাল আছেন’।

৫১ বছর বয়সী ইতালি ও মিলানের সাবেক অধিনায়ক মালদিনি সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার। মিলানের হয়ে ৬৪৭টি ম্যাচ খেলেছেন। ইতালিতে খেলেছেন ১২৬টি ম্যাচ।

পাওলো মালদিনি চারটি বিশ্বকাপ খেলেছেন। ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply