করোনায় আক্রান্ত মার্কিন কর্মকর্তা পাকিস্তানে

|

শরীরে করোনাভাইরাস নিয়ে শনিবার পাকিস্তানে গেছেন এক মার্কিন কর্মকর্তা। এছাড়া তাবলীগ জামায়াতে অংশ নেয়া কিরগিজস্তানের এক নাগরিকও প্রাণঘাতী এই ভাইরাসে পজেটিভ হয়েছেন।- খবর ডন অনলাইনের।

মার্কিন কূটনৈতিক সূত্র জানায়, ইসলামাবাদে এক দূতাবাস কর্মীর কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত হওয়ার প্রতিবেদন নিয়ে আমরা সতর্ক রয়েছি। ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে এর বাইরে কোনো তথ্য আমরা দিতে পারছি না।

গত ২১ মার্চ ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করেন ওই মার্কিন দূতাবাসকর্মী। তার শারীরিক অবস্থার মূল্যায়ন করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

জাতীয় স্বাস্থ্য অধিদফতরের এক কর্মী বলেন, ওই কর্মকর্তা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন। এতে অন্য যাত্রীদের কাছ থেকে তাকে আলাদা রাখা হয়েছিল। কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। তবে তিনি কোয়ারেন্টিনে রয়েছেন বলে দূতাবাস কর্মকর্তারা নিশ্চিত করেন।

কাতার এয়ারওয়েজের ৬৩২ নম্বর ফ্লাইনে ১৯ বছর বয়সী ওই মার্কিন কর্মকর্তা পাকিস্তানে যান। বিমানবন্দরে নামার সময় তার শরীরে ১০১ ফারেনহাইট তাপমাত্রা ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply