করোনা: জরুরি বিষয় ছাড়া নিম্ন আদালতের কার্যক্রম মুলতবির নির্দেশ প্রধান বিচারপতির

|

চলমান করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়াতে নিম্ন আদালতের কার্যক্রম কমিয়ে আনা হয়েছে। জামিন, অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি মামলা ছাড়া যৌক্তিক সময়ের জন্য নিম্ন আদালতের কার্যক্রম মুলতবির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

করোনাভাইরাস মহামারি ঠেকাতে নিম্ন আদালতের কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে বৈঠকে বসেন তারা।


এর আগে, বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনাভাইরাস থেকে রক্ষায় কারাবন্দি আসামিদের জামিন শুনানির দিন আদালতে হাজির হতে হবে না বলে নির্দেশনা দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। দেশের সব নিম্ন আদালতের প্রতি এ নির্দেশনা দেন। নির্দেশনায় বলা হয়, কোনো আসামিকে জামিন শুনানির দিন কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্যকোনোভাবে আদালতে হাজির হতে হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply