আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ভারতজুড়ে ‘জনতা কারফিউ’ বৃদ্ধমান থাকার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে।
করোনাভাইরাস মোকাবিলায় গত বৃহস্পতিবার জনতা কারফিউর ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (২২ মার্চ) সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪ ঘণ্টা ধরে চলবে জনতা কারফিউ।
এদিকে করোনাভাইরাসের সতর্কতা হিসেবে ভারত-বাংলাদেশ ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে আগেই যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে দুদেশের সরকার। তবে ইতিমধ্যে যারা ভারত কিংবা বাংলাদেশে ভ্রমণ করছেন, তারা নিজ দেশে ফিরে যেতে বা আসতে পারবেন।
Leave a reply