খাগড়াছড়িতে করোনা রোগে আক্রান্ত হয়ে হিল্লোল চাকমা নামে একজনের মৃত্যু এমন গুজব ছড়ানোর দায়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল আজিজ। এ সময় তিনি বলেন, খাগড়াছড়িতে এখনও করোনার কোন প্রভাব পড়েনি। তারপরও সচেতন রয়েছে প্রশাসন। জেলা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে কাজ করছে প্রশাসন।
তিনি বলেন, করোনা নিয়ে গুজব ছড়ানো কারীদের বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ। গুজব ছড়ানো কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।
গত শনিবার খাগড়াছড়ি সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক চাকমা যুবকের মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে দীঘিনালা ও মানিকছড়ি উপজেলা থেকে ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, মানিকছড়ি উপজেলার মুসলিমপাড়ার মো. জহির হোসেন, দীঘিনালা উপজেলার জামতলী ভৈরফার মিটু চৌধুরী ও একই উপজেলার সুধীর মেম্বার পাড়ার সুজন দাশ।
আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
Leave a reply