লালকালিতে বিদেশ ফেরতদের বাড়িতে লেখা হচ্ছে ‘হোম কোয়ারেন্টাইন’

|

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের পক্ষ থেকে বিদেশ থেকে দেশে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি চিহ্নিত করতে বাড়ির দেয়ালে লাল কালিতে হোম কোয়ারেন্টাইন লিখে দিচ্ছে। সদর উপজেলার কয়েকটি বাড়িতে এই হোম কোয়ারেন্টাইন শব্দ লেখা হয়েছে যা জেলা পুলিশের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে।

জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৮ জন বেড়ে হোম কেয়ারেন্টাইনে থাকার সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯ জনে। গতকাল শনিবার এর সংখ্যা ছিল ৩৭১ জন। এরা সবাই ইতালি, সৌদি আরব, দক্ষিণ করিয়া, সিংগাপুর, মালোয়েশিয়া ও ভারত থেকে এসেছে।

জেলা ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারির কারণে হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। তিনি জানান, শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এখন পর্যন্ত দেশে আসা চাঁপাইনবাবগঞ্জের ১ হাজার ৬৪৪ জনের তালিকা প্রেরণ করেছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৩৬ জনকে খুঁজে পাওয়া গেছে। বাকী ১৫০৮ জনকে খুঁজে বের করার কাজ চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply