করোনাভাইরাসের কবলে পড়লো উগান্ডা-ও

|

করোনাভাইরাসের কবলে পড়লো পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা-ও। দেশটিতে প্রথম একজন করোনা আক্রান্তকে শনাক্তের কথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয় সম্প্রতি দুবাই থেকে ফেরেন দেশটির এক নাগরিক। জ্বর-কাশিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপরই ওই ব্যক্তি করোনা আক্রান্ত বলে নিশ্চিত করা হয়। এ ঘটনার পরপরই আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের বিশেষ নজরদারিতে নেয়া হয়। করোনা ঠেকাতে বেশ কঠোর পদক্ষেপ নিয়েছিলো উগান্ডা। তবে, ১৮৮-তম দেশ হিসেবে করোনার কাছে হার মানতে হলো তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply