৫ জানুয়ারিতে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে আজ শুক্রবার ঢাকায় সমাবেশ করতে চেয়েছিলো বিএনপি। কিন্তু সরকারের বাধার কারণে দলটি সমাবেশ করতে পারছে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সকালে সাংবাদিকদেরকে রিজভী আরও জানান, কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে আগা আগামীকাল ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল দশম জাতীয় সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়কের সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ওই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি-জামায়াতসহ বামপন্থী বেশ কিছু দল। এরপর থেকেই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে অভিহিত করে আসছে বিএনপি। অবশ্য একই দিনকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগ।
অন্যান্য বছরের মতো এবারও দিনটি উপলক্ষে আজ রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। তবে পুলিশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় তা করা হচ্ছে। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ও সারাদেশে কালো পতাকা মিছিলের মধ্যে সীমাবদ্ধ থাকছে দলটির কর্মসূচি।
Leave a reply