বিয়েতে আমন্ত্রিত দুই প্রবাসীর সান্নিধ্যে আসলেন ৪০০/৫০০ অতিথি। সেই অতিথিরাই আবার গণজমায়েতের সাথে সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট দিলেন। এরপর, জানা গেল সেই প্রবাসী অতিথি দুইজন করোনা আক্রান্ত!
ফলাফল- সকলের মাঝে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কায় পুরো উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়েছে স্থানীয় প্রশাসনকে। প্রস্তাবনাটি অনুমোদনের জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
সাদুল্লাপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জেলার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাহপুর গ্রামের বাসিন্দা জনৈক কাজল মন্ডলের বিবাহোত্তর অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুই আমেররিকা প্রবাসীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রায় ৪০০/৫০০ লোক উপস্থিত ছিলেন।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরবর্তীতে ২১ মার্চ সাদুল্লাপুর-পলাশবাড়ী ৩১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ওই বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করা অনির্দিষ্ট সংখ্যক লোক উপস্থিত হয়েছেন বলে জানা যায়। এ অবস্থায় দ্রুত সংক্রমণ ঠেকাতে অত্র উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মতিক্রমে সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
Leave a reply