মৌলভীবাজার প্রতিনিধি:
প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে করোনা প্রতিরোধে আজ রাত ৮ টার পর শুধু ওষুধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের মধ্যে সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। এদিকে শহরের ফুটপাত ও রাস্তার পাশে জীবানুনাশক স্প্রে করেছে পৌর কর্তৃপক্ষ।
রোবরার বিকেলে শহরের পশ্চিম বাজার এলাকায় করোনা প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং করেছেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন ও সদর উপজেলা নির্বাহী কমকর্তা শরিফুল ইসলাম। ব্যবসায়ীদের রাত ৮ টার পর দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানান জেলা প্রশাসক। পরে ব্যবসায়ীদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন তারা।
এ সময় পৌর মেয়র ফজলুর রহমান, কাউন্সিলর ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a reply