ছাত্রলীগের কোন্দলে বন্ধ হলো কুমিল্লা মেডিকেল কলেজ

|

আধিপত্য নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের জেরে কুমিল্লা মেডিকেল কলেজ ১১ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী বেলা ১২ টার মধ্যে হল ছেড়ে গেছে শিক্ষার্থীরা।

সকালে অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কলেজ উপাধাক্ষ্য জানান, এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে; সংগ্রহ করা হয়েছে হলের সিসি ক্যামেরার ফুটেজ। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বৃহস্পতিবার গভীর রাতে শেখ রাসেল ছাত্রবাসের আধিপত্য নিয়ে ছাত্রলীগ নেতা হান্নান ও হাবিবুরের সমর্থকদের সংঘর্ষে আহত হয় অন্তত ১০ জন। তাদের মধ্যে গুরুতর আহত তৌফিক ও ইরফানুলকে ঢাকায় আনা হয়েছে।

এ নিয়ে গত ছয় মাসে তিনবার সংঘর্ষের ঘটনা ঘটলো কুমিল্লা মেডিকেল কলেজে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply