লাউয়াছড়াতে বিরল সাপ ‘রঙিলা অরবিলা’

|

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় উদ্যান লাউয়াছড়া বনে অবমুক্ত করা হলো বিরল প্রজাতির সাপ ‘রঙিলা অরবিলা’। ইংরেজিতে যাকে বলে রেড ব্যাম্বো স্নেক। এটি নির্বিষ এবং সুন্দর রঙিন সাপের মধ্যে একটি।

বৃহস্পতিবার বিকেলে লাউয়াছড়ায় ‘রঙিলা অরবিলা’ অবমুক্ত করে বন্য প্রাণী ফাউন্ডেশন। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের প্রফেসর ড. মনিরুল এইচ খান,  ড. কামরুল হোসেন,  বন কর্মকর্তা মিহির কান্তি দে, তবিবুর রহমান, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায় । একই সময় একটি গন্ধ গোকুলও অবমুক্ত করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা-বাগানের ফাঁড়ি বাগান গিলাছড়া চা-বাগান এলাকায় এক চা শ্রমিকের বাড়ীতে ‘রঙিলা অরবিলা’ সাপটি দেখা যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply