নাটোরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙ্গচুর

|

স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোর জেলা পরিষদে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ম্যুরাল ভেঙ্গে ফেলেছে বহিরাগত কয়েকজন সন্ত্রাসী।

সোমবার সকালে জেলা পরিষদের অফিস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহাম্মদ জানান, পরিষদের প্রবেশ মুখের পাশে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মাণের সিদ্ধান্ত গৃহিত হয়। পরবর্তীতে মন্ত্রাণালয়ের অনুমোদন সাপেক্ষে ই-টেন্ডারের মাধ্যমে ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরীর কাজ শুরু হয়।

গত ১৭ মার্চ জেলা পরিষদের পক্ষ থেকে সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ২৬ মার্চকে সামনে রেখে অবশিষ্ট নির্মাণ কাজ চলছিল। এ অবস্থায় কতিপয় বহিরাগত সন্ত্রাসী যুবক জেলা পরিষদের ভেতরে ঢুকে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বেদীর অংশ বিশেষ ভেঙ্গে ফেলে।

স্থানীয়রা জানায়, নবনির্মিত মুর‌্যালের ঠিকাদার মোহাম্মদ আলীর সাথে অপর ঠিকাদার রিপনের পূর্ব শত্রুতার জেরে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।

জেলা পরিষদ সদস্য শফিউল আজম স্বপন এ জঘন্য ঘটনার নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও বিচার দাবি করেন। সংবাদ পেয়ে নাটোর নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply