চালের দাম বেশি রাখায় ১৪ লাখ টাকা জরিমানা

|

চালের অস্বাভাবিক দাম বাড়ানোর অপরাধে রাজধানীর বাবুবাজারে ৯টি আড়ৎকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। করোনা পরিস্থিতিতে আড়তদাররা বস্তাপ্রতি তিন থেকে চারশো টাকা বাড়িয়েছে। এতে কেজি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে। এছাড়া, হাতিরপুল, পলাশি বাজার সহ কয়েটি স্থানে এমন অভিযানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

করোনা পরিস্থিতির পর থেকেই বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে থাকে। এখন প্রতিটি পণ্যই বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে চাল। এই অবস্থায় মূল্য নিয়ন্ত্রণে রাজধানীর বাবুবাজার আড়তগুলোতে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বরাবরের মতোই পাইবার ও মিলমালিকদের একে অপরকে দোষারোপ।

ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, কম দামে কেনা চাল অতিরিক্ত মুনাফায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।

এদিকে, হাতিরপুর, পলাশী বাজার ও আজিমপুরে অভিযান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এখানে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান, কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply