করোনা আতঙ্কে স্থবির হয়ে গেছে রাজধানী। সেই সাথে সাধারণ ছুটি ঘোষণার পরে অনেকেই বাড়ি ফিরছেন।
গেলো রাতে বাস কাউন্টার, রেল স্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের বেশ চাপ দেখা গেছে। ট্রেনে গাদাগাদি করে উঠছে মানুষ। এতে করোনাভাইরাস আরও ছড়ানোর শঙ্কা করছেন কেউ কেউ। তারা বলছেন ট্রেনের টিকিট ক্রয় থেকে শুরু করে গ্রামে ফেরা পর্যন্ত অনেক লোকের সংস্পর্শে আসতে হচ্ছে যাত্রীদের। যা করোনাভাইরাস ছড়িয়ে পরার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। এদিকে অনেকেই পিকআপ ভ্যানেও স্বপরিবারে ফিরছেন গ্রামে। এদিকে কমলাপুর থেকে লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
Leave a reply