নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাগডোগড়া গ্রামে গত শনিবার বিকেলে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী। এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে মধ্য বয়সী ধর্ষক মোজাহারুল ইসলাম শুকুকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ভিকটিমের ভাই আলম রহমান বাদি হয়ে মোজাহারুল ইসলাম শুকুকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ধর্ষক মোজাহারুল ইসলাম শুকু বিভিন্ন সময় ভিকটিমের বাড়িতে গিয়ে ছাত্রীকে প্রলোভন দেখাত। গত শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে।
ধর্ষককে গ্রেফতার করার কথা জানিয়ে এই কর্মকর্তা বললেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে।
Leave a reply