নাটোর ফ্রিজ ভেঙে ফেলার গুজব; বিভ্রান্ত না হওয়ার অনুরোধ প্রশাসনের

|

স্টাফ রিপোর্টার:

নাটোরে ফ্রিজ নিয়ে অপপ্রচার চলছে। করোনা আতঙ্কের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে বাড়ি বাড়ি গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফ্রিজ ভেঙে ফেলছে। ফ্রিজে রাখা জিনিসপত্র নিয়ে যাচ্ছে। যদিও আদতে এসব ঘটনার কোনো ভিত্তি পাওয়া যায়নি।

গুজব প্রসঙ্গে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব রটিয়ে দিয়েছে। গুজবের সংবাদে অনেকেই ফোন করে এর সত্যতা জানতে চাইছে। কোন স্বার্থান্বেষী মহল গুজব রটিয়ে জনসাধারণকে আতঙ্কগ্রস্ত করে তোলার চেষ্টা করছে। গুজবে কান না দেবার অনুরোধ জানান তিনি।

ফ্রিজসহ যেকোনো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, কোনো বিষয় নিয়ে সন্দেহ সৃষ্টি বা জানার আগ্রহ থাকলে সরাসরি জেলা প্রশাসনে যোগাযোগ করবেন। এছাড়া গণমাধ্যম কর্মীরাও আপনাদের সঠিক তথ্য দেবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply