বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষার্থীদের মার্চ মাসের বেতন মওকুফ

|

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সামাজিক দায়বদ্ধতা থেকে নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের ১৬শ শিক্ষার্থীর চলতি মার্চ মাসের বেতন মওকুফ করে দিয়েছে। বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এবং বিদ্যানিকেতন ট্রাস্টের চেয়ারম্যান ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

বিবৃতিতে কাসেম হুমায়ুন জানান, দেশের বর্তমান করোনা পরিস্থিতির কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। বিদ্যানিকেতন শহরের একটি পিছিয়ে পড়া এলাকা ভুইয়ারবাগে অবস্থিত এবং এ স্কুলে অধিকাংশ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবার থেকে এসেছে। তাদের আর্থিক অবস্থা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিদ্যানিকেতন ট্রাস্ট থেকে শিক্ষকদের বেতন দেয়া হবে। বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম জানান, চলতি মাসে শিক্ষকদের ছয় লাখ টাকা বেতন ট্রাস্ট বহন করবে। তিনি দেশের সকল স্কুল কর্তৃপক্ষ এবং বিত্তবানদের এ দুর্যোগপূর্ণ সময়ে শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply