করোনাভাইরাস: সিলেটের সব দৈনিক পত্রিকা প্রকাশ বন্ধ

|

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার, গণপরিবহন বন্ধ এবং পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে সিলেটের দৈনিক পত্রিকাসমূহ প্রকাশ সাময়িক বন্ধ রাখা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সিলেটের দৈনিক পত্রিকাসমুহ প্রকাশ স্থগিত থাকবে। মঙ্গলবার রাতে স্থানীয় দৈনিকগুলোর সম্পাদকবৃন্দ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দৈনিক সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নূর জানান, দেশের উদ্ভূত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পত্রিকা পাঠকের হাতে পৌঁছানো কষ্টকর। এ অবস্থায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থানীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না। সামগ্রিক অবস্থা বিবেচনায় পত্রিকাগুলো আবার প্রকাশ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply