মাস্ক না পরলে কান ধরে উঠবস, কঠোর অবস্থানে প্রশাসন

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে এবার কঠোর অবস্থানে প্রশাসন। বুধবার বিকেল থেকে জেলার প্রতিটি পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়াও রাজবাড়ীতে মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন সেনাবাহিনীর সদস্য। ওষুধ ও কাঁচাবাজার ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

বুধবার বিকেলে মোড়ে মোড়ে অবস্থানরত পুলিশ সদস্যদের কড়া অবস্থানে দেখা গেছে। এ সময় মাস্ক না থাকায় অনেককে কান ধরে উঠবস করানো হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন জানান, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতামূলক অনেক কিছু করা হয়েছে। এখন জাতীয় স্বার্থে কঠোর না হয়ে উপায় নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply