ঢাকা থেকে বাড়ি ফেরাদেরও হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা আইইডিসিআর’র

|

যারা ঢাকা থেকে বাড়ি ফিরেছেন তাদেরও ‘হোম কোয়ারেন্টাইন’-এ থাকার নির্দেশনা দিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। বলেন, সংক্রমণের ঝুঁকি এড়াতে আপনারা সবাই নিজেকে হোম কোয়ারেন্টাইনে রাখবেন। করোনা সতর্কতার বিধি-নিষেধ মেনে চলবেন।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ থেকে ১০ দিন বন্ধ থাকবে দেশের সকল সরকারি অফিস-আদালত। পাশাপাশি, বেসরকারি অনেক প্রতিষ্ঠানেও ছুটি দেয়া হয়েছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে নাগরিকদের বাসায় থাকার জন্য এ ছুটি দেয়া হলেও অনেকেই ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহর ছেড়ে বাড়ি চলে গেছেন।

ব্রিফিংয়ে ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, দেশে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।এদের সবাই পুরুষ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। এদের ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply