৬ দিন ধরে চলছে মাদরাসা শিক্ষকদের ধর্মঘট

|

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে ৬দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করছেন মাদরাসা শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষকরা বলছেন, সারাদেশের ২৬ হাজার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে শিক্ষকদের বেতন ভাতা বাড়িয়েছে সরকার। তাই প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ করে মাদরাসা শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষকরা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা।

এর আগে গত সপ্তাহে আন্দোলনে নামেন নন-এমপিওভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে অনশন প্রত্যাহার করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply