যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি সামাল দিতে সেবা দিচ্ছেন পশু চিকিৎসকরাও

|

করোনাভাইরাস রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় হাসপাতালগুলোতে ঠাঁই হচ্ছে না রোগীদের। চিকিৎসকদের অভিযোগ, অপ্রতুল প্রস্তুতির কারণেই দিন দিন বাড়ছে সংক্রমণ আর মৃত্যু।

যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে নিয়মিত চিকিৎসকদের পাশাপাশি নজিরবিহীন এ সংকট মোকাবেলায় কাজে নেমেছেন পশু চিকিৎসকরাও।

করোনা পরিস্থিতি সামাল দিতে অস্থায়ী হাসপাতাল তৈরি করে আপাতত চিকিৎসা নিশ্চিত করতে হচ্ছে অনেককে।

যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি ভেটেরিনারির অধ্যাপক টিম হ্যাকেট বলেন, হাসপাতালগুলোর সাথে সমন্বয় করে কাজ করছি। কারণ আমরাতো স্বাস্থ্য নিয়েই কাজ করি। সুতরাং প্রাণ রক্ষায় সবটুকু দিয়ে কাজ করা আমাদের কর্তব্য।

স্টেট ইউনিভার্সিটি ভেটেরিনারির আরেক অধ্যাপক পাউল লুন বলেন, আমাদের এখানে ভেনটিলেটরসহ যত সরঞ্জাম ছিলো সবই দেয়া হয়েছে। এখন একটাই লক্ষ্য রোগীদের সেবা নিশ্চিত করা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply