যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একের পর এক বাংলাদেশি আক্রান্তের সংখ্যা বাড়ছে। আরও একজন নারীর মৃত্যুর পর দেশটিতে প্রাণ গেলো মোট ৬ বাংলাদেশির।
প্রাণঘাতি করোনার প্রকোপে দিশেহারা ইউরোপের প্রবাসীরাও। মধ্যপ্রাচ্যে চরম আর্থিক সংকটে প্রবাসী বাংলাদেশিরা। আরব আমিরাতে আক্রান্ত ১১ বাংলাদেশির মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।
লকডাউনের পাশাপাশি জীবিকা নিয়েও অনিশ্চয়তায় দিশেহারা প্রবাসীরা। একই পরিস্থিতি ইউরোপেও। সংকটময় পরিস্থিতিতে জার্মানি, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা।
করোনাভাইরাসের করাল থাবা মধ্যপ্রাচ্যেও। হুমকির মুখে সেসব দেশে বসবাসরত বাংলাদেশিদের রুটি-রুজিও। পুরোপুরি লকডাউন মধ্যপ্রাচ্যের দেশ ওমান। কাজ বন্ধ থাকায় আর্থিক সংকটে বহু বাংলাদেশি।
আরব আমিরাতে বসাবাসরত বাংলাদেশিদের মাঝেও করোনাভাইরাস আতঙ্ক। তবে আমিরাতে কোভিড নাইন্টিন আক্রান্ত মোট ১১ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। বুধবার থেকে লকডাউনে দেশটি।
সৌদি আরবে এখনও চলছে কারফিউ। স্থানীয় প্রশাসনের আইন মেনে ঘরে অবস্থানে বাধ্য হচ্ছেন প্রবাসীরা।
Leave a reply