করোনাভাইরাসে সংক্রমণ ও বিস্তার ঠেকানোর উদ্দেশ্যে ও জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে দেশের পোশাক তৈরি কারখানাগুলো বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
বৃহস্পতিবার এ আহ্বান জানান বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক।
তিনি বলেন, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত অফিস-আদালত ছুটির সাথে সমন্বয় করে পোশাক কারখানাও বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছি। তবে যেসব কারখানায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং করোনা প্রতিরোধী সামগ্রী তৈরি করছে তাদের শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার অনুরোধ করছি।
এর আগে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে এসময় খাদ্যপণ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনের শিল্প কারখানা খোলা থাকবে।
Leave a reply