চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। সারা বিশ্বে ২০০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনে এর তাণ্ডব কমলেও ইউরোপের একাধিক দেশে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে এটি। তবে সারা বিশ্বে এখনও কিছু ভাগ্যবান দেশ রয়েছে যেখানে করোনাভাইরাস থাবা বসাতে পারেনি।
এশিয়া ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশে এখনও কোনও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করেছিল, পর্যাপ্ত পরীক্ষা না হওয়ায় অনেক দেশে করোনা শনাক্ত হয়নি। ফলে সেইসব দেশেও করোনা আক্রান্ত রোগী থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত সেখানে কোনও আক্রান্তের খোঁজ মেলেনি। দেখে নেওয়া যাক সেইসব দেশের তালিকা—
এশিয়া মহাদেশ: ইয়েমেন, উত্তর কোরিয়া, তাজাকিস্তান, তুর্কেমিনিস্তান।
ওশেনিয়া মহাদেশ: সোলোমান আইল্যান্ড, ভানুয়াতু, সামোয়া, কিরিবিতি, মাইক্রোনেশিয়া, টোঙ্গা, মার্শাল আইল্যান্ড, পালাও, টুভ্যালু, নাউরু।
আফ্রিকা মহাদেশ: বুরুন্ডি, সাউথ সুদান, সিয়েরা লিওন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, বতসোয়ানা, লেসেথো।
Leave a reply