জামালপুর সদরের মেষ্টায় এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মেষ্টা ইউনিয়নের দোয়ারীপাড়া গ্রামে সোহাগ হোসেন নামে ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে দোয়ারীপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহাগের লাশ বাড়ির পাশের উঠানে একটি জাম গাছে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ।
Leave a reply