পাকিস্তানে করোনা আক্রান্তদের মাঝে দেশটির সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেখা গেলো এবার। জনতার মাঝে হেটে হেটে মাস্ক ও সাবান বিতরণ করেছেন তিনি। তার এমন মহতী উদ্যোগের প্রশংসা করেছেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং।
আফ্রিদির সেই মাস্ক-সাবান বিতরণের ছবি শেয়ার করে হরভজন লেখেন, ‘মানবতার জন্য মহান কাজে আফ্রিদি। সৃষ্টিকর্তা আমাদের সবার প্রতি কৃপা করুন। আপনি আরও শক্তি পান। বিশ্ববাসীর মঙ্গলের জন্য প্রার্থনা করছি।’
এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি লাইক পড়েছে হরভজনের টুইটটিতে। ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সেটি। ২০০-এরও বেশি রিটুইট হয়েছে।
এদিকে আফ্রিদি একটি ছবি টুইট করে ক্যাপশনে লেখেন, ‘অভাবীদের সেবার জন্য তিন দিন: দয়া করে ঘরে থাকুন। জীবাণু থেকে বাঁচার জন্য লোকদের সাবান, মাস্ক ও খাবার দিলাম। চলুন একসঙ্গে মিলে এটিকে ধ্বংস করি, নির্মূল করি।’
Leave a reply