ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা আক্রান্ত হয়েছেন। তাই নিজের সিদ্ধান্তে গিয়েছেন আইসোলেশনে তিনি নিজেই এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। দিয়েছেন ভিডিও বার্তাও ।
টুইটে বরিস জনসন জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ দেখতে পাই, পরে টেস্ট করলে তা পজেটিভ আসে।
তিনি আরও জানান, তাই আমি স্বেচ্ছায় আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে ঘরে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাব।
উল্লেখ্য, শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাজ্যে ১১ হাজার ৮১৬ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৫৮০ জন।
Leave a reply