লকডাউন না মানায় ভাইকে কুপিয়ে হত্যা!

|

ভারতের মুম্বাইয়ের কান্দিভেলিতে লকডাউন না মানায় ছোটভাইকে কুপিয়ে হত্যা করেছেন বড় ভাই। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাস রুখতে দেশজুড়ে লকডাউনের প্রথম দিন ছিল বুধবার। এ অবস্থায় ঘর থেকে বের না হতে সবাইকে পরামর্শ দেয়া হয়েছে। সামাজিকমাধ্যমেও ব্যাপক প্রচার চলেছে।

পরিস্থিতি যখন এমন, তখন সন্ধ্যায় ঘুরতে বের হতে চেয়েছিলেন ২৮ বছরের যুবক দুর্গেশ। তাকে বারবার নিষেধ করেন দাদা রাজেশ লক্ষ্মী ঠাকুর ও তার স্ত্রী। কিন্তু তাদের কথা ন্যূনতম কানে তোলেননি দুর্গেশ। বাড়ি থেকে বের হয়ে বাইরে চলে যান।

এর পর যখন সে বাড়িতে ফিরে আসেন, তখন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। যোগ দেন রাজেশের স্ত্রীও। সেই সময় ভাই দুর্গেশকে কোপ মারেন দাদা।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে হাসপাতালে নিয়ে যান তাকে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে দাদা-বউদিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

দুর্গেশ পুনের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। লকডাউনের জন্য বাড়ি ফিরেছিলেন। সন্ধ্যবেলা বাড়ি থেকে বের হতে চাইলে দাদা-বাউদি বারণ করেন। কিন্তু কথা না শোনায় অশান্তি হয়।

কিন্তু সেই কথা কাটাকাটি যে হত্যাকাণ্ড পর্যন্ত চলে যাবে, তা সামান্যও টের পাননি প্রতিবেশীরা।

তথ্যসূত্র:এনডি টিভি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply