চট্টগ্রামের মীরসরাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে রাশিয়ান ৫ নাগরিকসহ ৭ জন আহত হয়েছেন।
শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা রাশিয়ান নাগরিকরা হলেন- আহত রাশিয়ানরা হলেন আন্দ্রে (৪৫), গ্রেনী (৪০), বোরাক (৩৯), গ্লোরী (৪০) ও রিমারিও ( ৪৫)। এছাড়া জিপিএইচ এর প্রশাসনিক কর্মকর্তা মুকতাদির ও গাড়িচালক আহত হন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন জানান, শিল্প প্রতিষ্ঠান প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের মাইক্রোবাসটি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। এতে কয়েকজন রাশিয়ান নাগরিক আহত হয়েছেন।
ঘটনাস্থলে দায়িত্বরত হাইওয়ে পুলিশের এসআই ইসহাক জানান, ঘটনার পরপরই উল্টে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আহতরা চিকিৎসার জন্য চট্টগ্রাম ফিরে গেছেন।
আহতদের বিষয়ে জিপিএইচ এর প্রশাসনিক কর্মকর্তা মুকতাদির জানান, দুর্ঘটনায় তিনি নিজে, চালক এবং ৫ জন রাশিয়ান কনসালট্যান্ট আহত হয়েছেন।
তিনি আরও জানান, ওই রাশিয়ান ব্যক্তিরা ঢাকা বিমানবন্দর থেকে থেকে শুক্রবার রাতের ফ্লাইটে দেশে রওনা দেয়ার জন্য ঢাকা যাচ্ছিলেন। চট্টগ্রাম ফিরে গিয়ে চিকিৎসার পর আবার তারা ঢাকার পথে রওনা হবেন বলে জানান তিনি।
Leave a reply