মদ ভেবে স্যানিটাইজার পান, ভারতে কয়েদির মৃত্যু

|

মদ ভেবে স্যানিটাইজার পান করে ভারতের কেরালায় এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদির নাম রমনকুট্টি। বৃহস্পতিবার পালাক্কডের একটি হাসপাতালে ওই কয়েদির মৃত্যু হয়। ১৮ ফেব্রুয়ারি তাকে পালাক্কড জেলে তাকে আনা হয়। চুরির মামলায় গ্রেফতার রমনের বিচার চলছিল।

করোনাভাইরাস মোকাবেলায় কেরালার সরকার প্রয়োজনীয় স্যানিটাইজার বানাতে নির্দেশ দিলে জেল কর্তৃপক্ষ বন্দিদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেন।

আনন্দবাজার পত্রিকা জানায়, স্যানিটাইজার বানাতে তারা আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করছিল। রমনকুট্টি মদ ভেবে ওই অ্যালকোহল দিয়ে বানানো হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার অসুস্থ রমনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply