যুক্তরাষ্ট্রে এক লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা

|

প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় ইতোমধ্যেই ইতালি, চীন ও স্পেনের মতো দেশগুলোকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছেন ১ লাখ ৫১৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪৬ জনের। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৬৫ জন।

২৭ মার্চ শুক্রবার দিবাগত রাতে জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার এ তথ্য জানিয়েছে।

সরকারি হিসাবে, চীনে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩৪০, ইতালিতে ৮৬ হাজার ৪৯৮, স্পেনে ৬৪ হাজার ২৮৫।

তবে আক্রান্তের সংখ্যা বেশি হলেও যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে মৃতের সংখ্যা ইতালি, চীন বা স্পেনের চেয়ে কম। ইতালিতে মৃতের সংখ্যা ৯ হাজার ১৩৪, সেখানে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ হাজার ৫৪৬।

ইতোমধ্যেই করোনাভাইরাস মোকাবিলায় মার্কিন সিনেটে দুই লাখ কোটি (দুই ট্রিলিয়ন) ডলারের বিল পাস হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া হওয়া সবচেয়ে বড় অঙ্কের বিল এটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যেই সতর্ক করে দিয়ে বলেছে, করোনাভাইরাস মহামারির পরবর্তী কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply