প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত সারাবিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৬ হাজার ৩৫০ জন। এরমধ্যে প্রাণ গেছে ২৭ হাজার ৩৪৩ জনের। নতুনভাবে আক্রান্ত ৬৪ হাজার ৪৮৫ জন, মৃত্যু হয়েছে রেকর্ড ৩ হাজার ২৭০ জনের।
যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ। প্রাণ গেছে ১ হাজার ৬৯৫ জনের। নতুন করে আক্রান্ত ১৮ হাজার ৬৯১ । প্রাণ গেছে ৪০০ জনের।
স্পেনে মোট আক্রান্ত ৬৫ হাজার ৭১৯। মোট মৃতের সংখ্যা ৫ হাজার ১৩৮ । নতুন করে আক্রান্ত প্রায় ৮ হাজার , প্রাণ গেছে আরও ৭৭৩ জনের।
ইতালিতে মোট আক্রান্ত ৮৬ হাজার ৪৯৮ জন। প্রাণ গেছে ৯ হাজার ১৩৪ জনের। নতুন করে আক্রান্ত ৫ হাজার ৯০৯, প্রাণহানি ৯১৯।
ফ্রান্সে মোট আক্রান্ত ৩২ হাজার ৯৬৪, মৃত্যু প্রায় ২ হাজার মানুষ। নতুন করে আক্রান্ত ৩ হাজার ৮০৯ জন, ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ২৯৯ জনের।
ব্রিটেনে মোট আক্রান্ত ১৪ হাজার ৫৪৩ । প্রাণ গেছে ৭৫৯ জনের। নতুনভাবে আক্রান্ত ২ হাজার ৮৮৫ জনের। এক দিনে প্রাণহানি ১৮১ জনের।
ইরানে মোট আক্রান্ত ৩২ হাজার ৩৩২ জন। মৃত্যু ২ হাজার ৩৭৮ জনের। নতুনভাবে আক্রান্ত ২ হাজার ৯২৬ জন, মৃত্যু হয়েছে আরও ১৪৪ জনের।
Leave a reply