গত ২৪ ঘণ্টায় নতুন কোন করোনা আক্রান্ত শনাক্ত হয়নি, আরও ৪ জন সুস্থ হয়েছেন

|

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি। এবং আক্রান্তদের মধ্যে আরও ৪ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

আজ শনিবার দুপুরে মহাখালীতে এক অনলাইন ব্রিফিং এ তথ্য দেন তিনি।

এসময় তিনি বলেন, আমাদের মোট ১৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জন পুরুষ ও ৬ জন মহিলা রোগী ছিলেন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫ জন। সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ১৫ জন।

বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৮ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply