স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নাটোরের বাগাতিপাড়া থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ কারণে ওই ছাত্রের বাড়িটিকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, গত ১৯ মার্চ ঢাকা থেকে সর্দি-কাশি নিয়ে তার গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়ায় আসে ওই শিক্ষার্থী। এরপর থেকে সে আরো অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের পক্ষ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সেই পরামর্শ না মেনে তারা নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। ঘটনাটি এলাকাবাসীর তথ্যের পর আজ শনিবার রাতে জানতে পেরে ওই ছাত্রকে স্থানীয় প্রশাসনের সহয়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কী-না।
Leave a reply