নওগাঁয় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

|

নওগাঁর রানীনগরে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, শনিবার ঢাকা থেকে নিজ গ্রামে যান ওই যুবক। তার জ্বর ও শ্বাসকষ্ট শুনে স্থানীয়রা গ্রামেই ঢুকতে দেয়নি। পরে স্বজনরা তাকে নিয়ে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে যান। সেখান থেকে রোগের উপসর্গ শুনে চিকিৎসকরা পাঠিয়ে দেন রাজশাহী মেডিকেলে। সেখানে রাতে মারা যান তিনি।

তবে রাজশাহী মেডিকেলের উপ-পরিচালক জানিয়েছেন, মস্তিস্কে সংক্রমণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এর সঙ্গে করোনার কোনো সম্পর্ক নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply