সামাজিক দূরত্ব নিশ্চিতে সারা দেশে দায়িত্বপালনকারী পুলিশ সদস্যদের যারা অপেশাদার আচরণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী। একই সঙ্গে করোনাভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান আইজিপি।
দুপুরে পুলিশ হেডকোয়ার্টারে এসব কথা জানান তিনি। এর আগে, বাংলাদেশ পুলিশকে করোনা থেকে সুরক্ষায় পিপিই ও কিটসহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী দেয় চাইনিজ ওভারসিস এসোসিয়েশন বাংলাদেশ। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১ লাখ মাস্ক, ৫ হাজার পিপিই, ৫ হাজার টেস্টিং কিট, ১০০ লিটার অ্যালকোহল ও ৫০ লিটার হ্যান্ড স্যানিটাইজার।
পরে সাংবাদিকদের আইজিপি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ করে যাচ্ছে পুলিশ’সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে কিছু ক্ষেত্রে পেশাদারিত্বের ব্যত্যয় ঘটেছে উল্লেখ করে তিনি জানান, যারা অপেশাদার আচরণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
Leave a reply