চীনের বিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা’র ‘জ্যাক মা’ ফাউন্ডেশনের দেয়া ৩ লাখ মাস্ক নিয়ে দেশে পৌঁছেছে একটি বিশেষ বিমান।
বিকেল ৩টার দিকে বিশেষ বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তিন লাখ মাস্কের মধ্যে N-95 মাস্ক আছে ৩০ হাজার। বাকিগুলো সার্জিক্যাল মাস্ক।
এর আগে জ্যাক মা এক টুইট বার্তায় জানান, বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান দেবেন তিনি।
উল্লেখ্য, এশিয়ার কয়েকটি দেশে ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট ও ৩৬ হাজার নিরাপত্তা পোশাক, ভেন্টিলেটর এবং থার্মোমিটার পাঠানো হবে বলেও জানান জ্যাক মা।
Leave a reply