ছিলেন পুরো দস্তুর একজন রেফারি। কিন্তু মানুষের প্রতি কিছু করার টানে তিনি এখন হাসপাতালের নার্স। বলছি স্প্যানিশ রেফারি ইরাগারজে ফার্নান্দেজের কথা।
স্পেনের নারী ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা লা লিগায় রেফারিং করেন ইরাগারজে। পুরুষদের ফুটবলের তৃতীয় বিভাগের আসর সেগুন্দা বি’তেও রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন এই রেফারি। তবে গত প্রায় পাঁচ বছর ধরে তিনি বিলবাওয়ের রেকালদে হেলথ সেন্টারে নার্সিং প্র্যাকটিস করছিলেন।
উল্লেখ্য, উপসর্গ নিয়ে হাসাপাতালে আসা রোগিদের প্রথম দেখেন তিনি। তাই তো ঝুঁকিটা থাকে বেশি। কিন্তু এসবে ভয় পান না ইরাগারজে। বিলবাওয়ের রেকালদে হেলথ সেন্টারে পূর্ণকালীন নার্সের চাকরিটাই তার কাছে জীবন।
Leave a reply